গাড়ী পোড়ানো মামলায় গ্রেফতার রিজভী


প্রকাশিত: ১২:০২ পিএম, ৩১ জানুয়ারি ২০১৫

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে শনিবার দুপুরে বাড্ডা থানায় মামলা (মামলা নম্বর-৩১) দায়ের করে পুলিশ। আর সেই মামলায় রিজভীকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

হরতাল-অবরোধে গাড়ী পোড়ানোর ঘটনায় শনিবার দুপুরে বাড্ডা থানা পুলিশ বাদি হয়ে রিজভীর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। এর আগে শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে চলমান সহিংসতাসহ বিভিন্ন অভিযোগে রিজভীকে আটক করে র‌্যাব-১ এর একটি দল।

এরপর শনিবার দুপুরে রিজভীকে বাড্ডা থানা পুলিশের কাছে হস্তান্তর করে  র‌্যাব-১। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

বিকেল পৌনে ৫টার দিকে তাকে বাড্ডা থানা থেকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবীর।

মামলার বিষয়ে বাড্ডা থানার ওসি এম এ জলিল জানান, রাজধানীর রিং রোড এলাকায় গাড়ী পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় রুহুল কবির রিজভীকে গ্রেফতার দেখিয়ে তাকে রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে পাঠানো হয়েছে।

# ডিবি কার্যালয়ে রিজভী

জেইউ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।