এবার বন্ধ হয়ে গেলো খালেদার গুলশান কার্যালয়ের জেনারেটর


প্রকাশিত: ০২:৫০ পিএম, ৩১ জানুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ, টেলিফোন, ডিস ও মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ করার পর এবার বন্ধ হয়ে গেলো জেনারেটর ব্যবস্থা। শনিবার রাত ৮টা ১৩ মিনিটে বিদ্যুৎ সরবরাহের বিকল্প ব্যবস্থা জেনারেটরটি বন্ধ হয়ে যায়।

এদিকে জানা গেছে, খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এবার পানির সংযোগ বন্ধ করে দিতে যাচ্ছে ওয়াসা কর্তৃপক্ষ।

এরআগে শুক্রবার দিবাগত রাতে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ডেসকো কর্তৃপক্ষ। এরপর শনিবার টেলিফোন, ডিস ও মোবাইল ফোনের নেটওয়ার্ক সংযোগ বিছিন্ন করা হয়েছে।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।