প্রধানমন্ত্রীর আগমনের প্রতিবাদে শাহবাগে ছাত্রদলের মিছিল


প্রকাশিত: ০৬:৪৩ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৫

বাংলা একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের প্রতিবাদে, চলমান অবরোধ ও হরতালের সমর্থনে শাহবাগে মুখে কালো কাপড় বেধে মিছিল করেছে ছাত্রদল।

রোববার সকাল সাড়ে ৮টায় আজিজ সুপার মার্কেট থেকে পরিবাগ পর্যন্ত এ প্রতিবাদ মিছিল করে ছাত্রদল। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সোহাগ।

মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল সহ-সাংগাঠনিক সম্পাদক আমীর আমজাদ মুন্না, আশরাফ ফারুকী হিরা, পাঠাগার সম্পাদক মেহেদী হাসান, মানবাধিকার সম্পাদক আব্দুল আজিজ রুমি, স্কুলবিষয়ক সম্পাদক আরাফাত বিল্লা খান।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।