আওয়ামী লীগের কাউন্সিলের প্রস্তুতি চলছে পুরোদমে


প্রকাশিত: ০৬:২২ এএম, ০৪ অক্টোবর ২০১৬

দুই সপ্তাহের বেশি সময় বাকি থাকলেও আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলের প্রস্তুতি চলছে পুরোদমে। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিতব্য ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব দিকে আওয়ামী লীগের মঞ্চ ও সাজসজ্জা কমিটির অস্থায়ী কার্যালয় তৈরি করা হয়েছে।

council

মঙ্গলবার সকালে সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব দিকে ও পূর্ব পশ্চিমমুখী প্যান্ডেল তৈরির কাজ চলছে। মাঠে হাজার হাজার বাঁশ, দড়ি ও কাপড়ের স্তুপ করা রয়েছে। ঝোপ ঝাড় কেটে পরিষ্কার করা হচ্ছে। ভিআইপিদের গাড়ি চলাচলের সুবিধার্থে বাংলা একাডেমির বিপরীত দিকে উদ্যানের ভেতর নতুন করে একাধিক রাস্তা তৈরি করা হচ্ছে।

council

আনোয়ার হোসেন নামে এক শ্রমিক জানান, পুরোনো ঢাকার পিয়ারু ডেকোরেটর মঞ্চ তৈরির কাজ করছে। গত ২ অক্টোবর থেকে অর্ধশতাধিক শ্রমিক প্রতিদিন মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ করছেন। কাউন্সিল ও দুর্গাপূজা উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ও র‌্যাবের সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন।

council

এমইউ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।