আ.লীগের কাউন্সিলে রূপকল্প ২০৪১ ঘোষণা


প্রকাশিত: ০৯:১৬ এএম, ০৯ অক্টোবর ২০১৬

আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলে উন্নত দেশ গড়ার লক্ষে প্রণীত রূপকল্প ২০৪১ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশ-চীন বন্ধুত্ব: প্রাপ্তি ও প্রত্যশা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

গোলটেবিল আলোচনার আয়োজন করে সাংবাদিক সংগঠন ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি ব্যাপকভাবে এগিয়ে গেছে। এলডিসিভুক্ত (স্বল্প উন্নয়নশীল) অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশ ভালো করছে। রেমিট্যান্স, রফতানি আয়সহ অনেক অর্থনৈতিক সূচকে আমাদের কাছাকাছি কেউ নেই।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময়কার অর্থনীতির কথা চিন্তা করে দেখেন, কোথায় ছিলাম আমরা। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে আমরা মধ্য আয়ের দেশে পৌঁচ্ছে গেছি। এখন আমাদের লক্ষ্য উন্নত দেশ গড়া। আর সেই লক্ষ্যে আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলে উন্নত দেশ গড়ার লক্ষে প্রণীত রূপকল্প ২০৪১ ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে আগামী ২২ ও ২৩ অক্টোবর।

তোফায়েল বলেন, বিশ্বের সব দেশের সাথে সুসম্পর্ক রাখতে চাই। এই লক্ষেই কাজ চলছে। আগামী ১৪ অক্টোবর চীনা প্রেসিডেন্ট আসছেন। এসময় ২৫টি সমঝোতা স্মরক ও চুক্তি সই হবে। এর বাইরে আরও কয়েকটি সমঝোতা স্মারক সই হবে।

আলোচনায় আরো উপস্থিত ছিলেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।

এমএ/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।