আওয়ামী লীগের সম্মেলনের নির্বাচন কমিশন গঠন


প্রকাশিত: ০৭:২৯ পিএম, ১৯ অক্টোবর ২০১৬

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে নেতৃত্ব নির্বাচনের জন্য `নির্বাচন কমিশন` গঠন করেছে দলটি। বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ কমিশন গঠন করা হয়।

সভায় উপস্থিত একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিন সদস্যের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন দলটির উপদেষ্টা পরিষদ সদস্য ড. মসিউর রহমান। উপদেষ্টা পরিষদ সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন ও পার্লামেন্টারি বোর্ডের সদস্য রাশেদ উল আলম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

বৈঠকে দলটির ২০তম জাতীয় সম্মেলনের কাউন্সিলর তালিকা, প্রস্তাবিত গঠনতন্ত্র, প্রস্তাবিত ঘোষণাপত্র অনুমোদন দেয়া হয়।

এইউএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।