পাঠ্যপুস্তকে ভুল : অন্য দেশের মন্ত্রী হলে পদত্যাগ করতেন
ভুলে ভরা পাঠ্যপুস্তকের সমালোচনা করে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, পাঠ্যপুস্তকে এতো ভুল থাকলে অন্য কোনো দেশের মন্ত্রী হলে পদত্যাগ করতেন। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের মন্ত্রী হলেও এই সময়ের মধ্যে পদত্যাগ করতেন।
রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মুসলিম লীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুরের ১০২তম মৃত্যবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ মুসলিম লীগ।
এ সময় তিনি বলেন, সরকার নিজেদের সুবিধার জন্য রাজনীতি করছে। ক্ষোভ প্রকাশ করে বিএনপির সাবেক এই মহাসচিব বলেন, বিরোধীদলকে সমাবেশের অনুমতি না দিয়ে সরকার দ্বৈত রাজনীতি করছে।
বি চৌধুরী বলেন, বিরোধীদলগুলো যখন সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি চাচ্ছে তখন তারা বলছে এখানে দেয়া যাবে না। এমনকি রাস্তায় চাইলে বলছে যানজটের সৃষ্টি হবে। অথচ তারা নিজেদের প্রয়োজনে ইচ্ছেমতো জায়গা ব্যবহার করছে। এ ধরনের দ্বৈত রাজনীতি গণতন্ত্রের জন্য সহায়ক নয়। যাতে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যত অনিশ্চিত।
আয়োজক সংগঠনের সভাপতি এএইচএম কামরুজ্জামান খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- সংগঠনের সাধারণ সম্পাদক আবুল খায়ের, বিএনপি নেতা কেএম রকিবুল ইসলাম রিপন, কাজী মনিরুজ্জামান মনির, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈশা প্রমুখ।
এমএম/বিএ/জেআইএম