খালেদা জিয়ার শুভ বুদ্ধির উদয় হয়েছে : মায়া


প্রকাশিত: ১২:১৫ পিএম, ০৫ এপ্রিল ২০১৫

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, পেট্রলবোমা মেরে মানুষ হত্যা বন্ধ করে বাড়ি ফিরে খালেদা জিয়ার শুভ বুদ্ধির উদয় হয়েছে। তিনি আরো বলেন, আগামী বছর থেকে ইলিশের প্রয়োজন মৌসুমে মা ইলিশ রক্ষার সময় ১১ দিন জেলেদের মাছ ধরা বন্ধ থাকবে। এই সময়টায় জেলেদের ভিজিএফ এর আওয়াতায় আনা হবে।

তিনি আরো বলেন, সরকারের এসব কর্মসূচির কারণে এ বছর ৩ লক্ষ ৭০ হাজার মেট্রিক টন অতিরিক্ত ইলিশ উৎপাদন হবে। যারা জাটকা কেনে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।  চাঁদপুর বড় স্টেশন মেঘনার তীর মোলহেডে জাতীয় কর্মসূচি জাটকা সংরক্ষণ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোঃ ছায়েদুল হক এমপি বলেছেন, কৃষকদের মত জেলেদেরও ১০টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, জাটকা সংরক্ষণে নদী তীরবর্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জন প্রতিনিধিদের উদ্যোগ নিতে হবে।

মৎস্য মন্ত্রণালয়ের সচিব শেলীনা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠান অন্যান্যদের মাধ্যে বক্তব্য রাখেন চাঁদপর-৪ আসনের সংসদ সদস্য ড. সামছুল হক ভূঁইয়া, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. নূরজাহান বেগম মুক্তা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ আরিফ ইকবাল, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম, সদর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম খান, মৎস্যজীবি সমিতির নেতা মানিক দেওয়ান, ফিশিং বোর্ড মালিক সমিতির সভাপতি শাহ আলম মালি­ক প্রমুখ।

পরে মেঘনার মোলহেড থেকে দু’মন্ত্রীর নেতৃত্বে এক বর্নাঢ্য নৌ-র্যালী বের হয়ে হরিনা ঘাট গিয়ে শেষ হয়। এ অনুষ্ঠানে ৫ সহস্রাধিক জেলে সম্প্রদায় অংশ নেন।

এমজেড/আরআই




পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।