দ্রুত রায় কার্যকরের দাবি ছাত্রলীগের


প্রকাশিত: ০৮:২৯ এএম, ০৭ এপ্রিল ২০১৫

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামরুজ্জামানের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগ আয়োজিত হরতালবিরোধী মিছিল শেষে এ দাবি জানান সংগঠনের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।  

সোহাগ বলেন, এর আগে কামারুজ্জামানের রায় ঘোষিত হলেও তা কার্যকর করা হয়নি। দীর্ঘ পাঁচ মাস যাবত তা ঝুলে আছে। কিন্তু দীর্ঘদিন পর এ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আমরা আশা করি অবিলম্বে এ রায় কার্যকর করা হবে।

তিনি আরও বলেন, একাত্তরের ঘাতক কামারুজ্জামানের রায় পুনর্বহাল রাখা হয়েছে। কিন্ত জামায়াত-শিবির এ রায়ের প্রতিবাদে হরতাল ডেকেছে। এর মাধ্যমে তারা আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। তাদের আদালত অবমাননার বিচার হওয়া উচিত।

হরতালে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রলীগ থাকবে উল্লেখ করে তিনি বলেন, জামায়াত-শিবির এইচএসসি পরীক্ষা বিঘ্নিত করতে হরতাল ডেকেছে যেভাবে ডেকেছিল এসএসসি পরীক্ষায়। হরতালে নির্বিঘ্নে শিক্ষার্থীদের যাতায়াত করতে পরীক্ষাকেন্দ্রে ছাত্রলীগ থাকবে।

এ সময় আরে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাত, পরিবেশবিষয়ক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, দফতর সম্পাদক শেখ রাসেল, ঢাবি সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর শরীফ প্রমুখ।

এসএস/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।