নির্বাচনের উপর নির্ভর করছে রাজনৈতিক অবস্থা : এমাজউদ্দীন


প্রকাশিত: ১০:৫১ এএম, ১১ এপ্রিল ২০১৫

আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমাজউদ্দীন আহমেদ বলেছেন, দেশের পরবর্তী রাজনৈতিক অবস্থা নির্ভর করছে ২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য তিন সিটি নির্বাচনের ওপর। ২৮ তারিখের নির্বাচনে বিএনপি বিজয়ী হলে পরবর্তী নির্বাচনেও বিজয় হবে।
 
শনিবার জাতীয় প্রেসক্লাব চত্বরে আমার দেশ’র সম্পাদক মাহমুদুর রহমানের কারাবন্দির দুই বছর উপলক্ষে আয়োজিত সংহতি সভায় তিনি এ কথা বলেন।

এমাজউদ্দীন আহমেদ বলেন, ২৮ এপ্রিল তিন সিটি নির্বাচন যদি সঠিকভাবে হয় তাহলে সরকার পরবর্তী তিন থেকে চারমাসের মধ্যে জাতীয় নির্বাচন দিতে বাধ্য হবে।

অধ্যাপক এমাজউদ্দীন আহমেদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক শফিক রেহমান, কলামিস্ট ফরহাদ মজহার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, বর্তমান সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এমএ আজিজ, সাংবাদিক নাঈমুল ইসলাম খান, সাবেক সচিব আ ন হ আকতার হোসেন, ড. সুকোমল বড়ুয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

এএইচ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।