প্রার্থীবিহীন নির্বাচনী প্রচারণায় খালেদা


প্রকাশিত: ০১:০৯ পিএম, ১৮ এপ্রিল ২০১৫

আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দলসমর্থিত প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার বিকেল পৌনে ৫টার দিকে প্রচারণা শুরু করেন তিনি। তবে প্রথম দিনেই উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণা চালালেও সঙ্গে ছিলন না তাবিথ।

শনিবার বিকেল পৌনে ৫টার দিকে গুলশান-১ নম্বর ডিসিসি কাঁচাবাজার মার্কেট থেকে এ প্রচারণা শুরু করেন তিনি। এরপর বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে বাড্ডা লিঙ্ক রোড এলাকায় খালেদার গাড়ি বহর আসলে ব্যাপক লোকসমাগমের সৃষ্টি হয়। সন্ধ্যা সোয়া ৬টায় গাড়িবহর গুলশান-২ নম্বর ডিসিসি কাঁচাবাজার মার্কেটে পৌঁছায়। এরপর ৬টা ৫০ মিনিটের দিকে বনানী বাজার পৌঁছায় খালেদার বহর।

এর আগে সাড়ে ৪টার দিকে তিনি গুলশানের বাসা থেকে বের হন। এরপর গুলশান সিটি কর্পোরেশন মার্কেটে পৌছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করতে শুরু করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে।

# উত্তর বাড্ডায় খালেদার নির্বাচনী বহর

এমএম/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।