দলীয় কর্মীরাই ভাংচুর করলো তাবিথের অফিস
অর্থ আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে নিজ দলের নেতাকর্মীরাই ভাংচুর করলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তাবিথ আউয়াল অফিস। এ সময় নিজেদের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার রাতে বাংলামোটর এলাকায় অবস্থিত এংকর টাওয়ারে অবস্থিত অফিসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাংলামটরের বীর উত্তম সিআর দত্ত সড়কে তাবিথের নির্বাচনী অফিসে ছাত্রদলের একটি অঞ্চলের নেতাদের সঙ্গে অন্য অঞ্চলের নেতাদের সংঘর্ষ হয়। এ সময় তাবিথের অফিস ভাংচুর করে বিক্ষুদ্ধরা।
জানা গেছে, তাবিথের নির্বাচনী প্রচারণার দায়িত্ব নিয়ে তেজগাঁও ছাত্রদল এবং মহানগর ছাত্রদল নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল এবং ছাত্রদলের কেন্দ্রীয় বর্তমান সিনিয়র মামুনুর রশিদ মামুনে কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
একটি সূত্র জানায়, বাবুল ও শিমুলের বিরুদ্ধে তেজগাঁও কলেজ শাখা ছাত্রদল ও মহানগর উত্তর ছাত্রদলের নেতকর্মীরা অর্থ আত্মসাতের অভিযোগ অফিসে উচ্চস্বরে বিভিন্ন প্রতিবাদ জানায়। এ সময় বাবুল ও শিমুলের অনুসারীরা প্রতিবাদী কর্মীদের উপর হামলা চালায়।
এ ব্যাপারে শহিদুল ইসলাম বাবুল ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, যে সমস্যা হয়েছিল তার সমাধান হয়ে গেছে।
তবে মামুনুর রশীদ মামুনের দাবি, ছাত্রদল নেতাদের আশ্রয়ে সরকার সমর্থত কিছু লোক অফিসে প্রবেশ করে মারামারি বাঁধিয়েছে। তারাই অফিসটি ভাংচুর করে।
তবে আমিরুজ্জামান শিমুল বলেন, তার উপস্থিতিতে কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তিনি পরিস্থিতি শান্ত করেছেন।
প্রসঙ্গত, এর আগে কারওয়ান বাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করার সময়ও তাবিথের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল।
এমএম/আরএস/আরআই