বিএনপিকে নির্বাচনের ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে : সেতুমন্ত্রী


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০৪ মে ২০১৫

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে অগ্রহণযোগ্য প্রমাণ করার জন্য বিএনপি নির্বাচন বর্জন করেছে। তারা আন্দোলনের ট্রেন মিস করেছে, নির্বাচনের ট্রেন থেকে মাঝপথে নেমে গেছে। এখন নতুন ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে।

তিনি আরো বলেন, জাতিসংঘসহ বিশ্বের কয়েকটি দেশ যেভাবে তাদের মতামত ব্যক্ত করেছে তা বিশ্বের কোনো দেশে ঘটে না।

সোমবার বিকেলে মানিকগঞ্জ-সিংগাইর-ঢাকা আঞ্চলিক সড়কে দুটি সেতুর উদ্বোধন, ভিত্তিপ্রস্তুর স্থাপন ও সেতুর চলমান কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহিবুল হক, মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলী উপস্থিত ছিলেন।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।