আদর্শ ঢাকা আন্দোলনের নেতাদের সাথে খালেদার বৈঠক


প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ০৬ মে ২০১৫

আদর্শ ঢাকা আন্দোলনের নেতাদের সাথে বৈঠক করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত ৯টায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক ড. এমাজউদ্দিন আহমেদ ও  ড. আফম ইউসুফ হায়দার, ড. মাহবুব উল্লাহ, ড. মাহফুজ উল্লাহ, মেজর জেনারেল (অবঃ) রুহুল আলম, সাহাবুদ্দিন আহমেদ এবং সাবেক আইজিপি এম এ কাইয়ুম।

বৈঠকে পরবর্তী করণীয় ঠিক হতে পারে এ ব্যাপারে আলোচনা হয়েছে বলে গুলশান-সূত্র জানিয়েছে।

বিএনপি সমর্থিত প্রার্থীদেরকে আদর্শ ঢাকা আন্দোলনের ব্যানারে সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী ঘোষণা করেন বিএনপি সমর্থিত বুদ্ধিজীবী ও পেশাজীবীরা।

এমএম/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।