শেখ হাসিনা ক্ষমতায় থাকায় যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব হয়েছে


প্রকাশিত: ১২:১৭ পিএম, ২৭ মে ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলা ও যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন নৌমন্ত্রী শাজাহান খান। একই সঙ্গে তার নেতৃত্বের কারণে দেশ উন্নয়নের মহড়ায় চলছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

শাজাহান খান বলেন, শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি করেন না। তিনি সবসময় উন্নয়ন ও গণতন্ত্র নিয়ে ভাবেন। দেশ পরিচালনায় তার প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, শেখ হাসিনা ১৯৮২ সালে দেশে এসে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাকে দিয়েই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠন সম্ভব।

এমএসএস/জেএইচ/ওআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।