নিশা দেশাই-সরদার সাদী বৈঠক অনুষ্ঠিত


প্রকাশিত: ০৯:০২ এএম, ২১ মে ২০১৫

দক্ষিণ ও মধ্য এশিয়া সংক্রান্ত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিশওয়ালের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক বৈদেশিক উপদেষ্টা ও বিএনপির বিশেষ দূত জাহিদ এফ সরদার সাদী।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন পররাষ্ট্র দফতরে স্থানীয় সময় বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতেই অতিসম্প্রতি বাংলাদেশ গমনের জন্য সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন সাদী। ওই সফরকালে নিশা দেশাই বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা দূরীকরণে বিশেষ উদ্যোগ নেয়ায় কৃতজ্ঞতাও জানান তিনি।

সাদী বলেন, ‘আমরা বিশ্বাস করি বিশ্ব গণতন্ত্রের সূতিকাগার মার্কিন যুক্তরাষ্ট্রের দায়ীত্ব এবং কর্তব্য রয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টায়। জনগণের পছন্দসই দলের ক্ষমতায়ন যে কোনো দেশের সার্বিক উন্নয়নের পূর্বশর্ত। তাই আশা করা যায় এই ভয়াবহ পরিস্থিতির উন্নয়নে বিশ্ব সম্প্রদায় এবং জাতিসংঘকে সঙ্গে নিয়ে সমন্বিত প্রয়াস চালাবে যুক্তরাষ্ট্র।’

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।