গণসংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে শেখ হাসিনা


প্রকাশিত: ১১:০৬ এএম, ২৯ মে ২০১৫
ফাইল ছবি

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। বিকেল ৪টা ১৩ মিনিটে মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের রাজ্যসভা ও লোকসভায় বাংলাদেশ-ভারত স্থল সীমান্তচুক্তি পাস হওয়া-সহ জাতীয় জীবনে অসামান্য অবদানের জন্য এই মঞ্চেই প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে জাতীয় নাগরিক কমিটি।

সংবর্ধনা উপলক্ষে দেশবরেণ্য বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, শিক্ষক, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকদের নিয়ে ২০২ সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। এদিকে জাতীয় নাগরিক কমিটির এ সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে আওয়ামী লীগের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।