বিএনপির মূলনীতি বিদেশিদের কাছে ধর্ণা দেওয়া : নৌপরিবহন মন্ত্রী
বিদেশিদের কাছে ধর্ণা দেওয়াই বিএনপির মূলনীতি বলে অভিযোগ করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান। তিনি বলেন, বাল্যকালে খালেদা জিয়া আদর্শলিপি পড়ে নাই। বাল্যকালে আমরা আদর্শলিপি পড়েছিলাম। এতে বলা ছিল অ-তে, অসৎ সঙ্গ ত্যাগ করো। কিন্তু খালেদা জিয়া এ আদর্শ লিপি পড়ে নাই। এজন্য তিনি অসৎ সঙ্গ ত্যাগ করে নাই। আমি বলি বিএনপির দুই গুণ দুর্নীতি আর মানুষ খুন।
জাতীয় সংসদে বৃহস্পতিবার ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, খালেদা জিয়াকে বলতে চাই, তিনি অসৎ সঙ্গ ত্যাগ করুক; জামায়তকে তালাক দিক। বাংলাদেশের রাজনীতি আরও পরিচ্ছন্ন হবে।
নৌ-পরিবহন মন্ত্রী বলেন, বিএনপির এক নেতা মঈন খান একজন বিজ্ঞ রাজনীতিবিদ। তিনি বলেছেন গণতন্ত্র বকেয়া রেখে উন্নয়ন সম্ভব নয়। গণতন্ত্র যদি নাই থাকে তবে তারা কথা বলছেন কিভাবে? গণতন্ত্র আছে বলেই দেশে উন্নয়ন সাধিত হচ্ছে।
তিনি বলেন, খালেদা জিয়া একদিন দম্ভ করে বলেছিলেন তিনি বিজয় অর্জন করে বাড়িতে ফিরবেন। কিন্তু আমাদের আন্দোলনের মুখে হার মেনেছে এবং পরাজিত সৈনিকের মত তিনি বাড়ি ফিরে গেছেন। আমরা সকল ধরণের নাশকতার বিরুদ্ধে লড়াই করতে চাই। একদিন আমরা জন্মেছি, একদিন মৃত্যুবরণ করবো। কিন্তু কোন সন্ত্রাসীর কাছে, জঙ্গিবাদের কাছে আমরা মাথানত করিনি, করবো না।
শাহজাহান খান বলেন, খালেদা জিয়া জীবনে অনেক ভুল করেছেন। জীবনের শুরু থেকে ভুল করেছেন, এখন রাজনৈতিক জীবনে করছেন। এখন তিনি বাড়িতে বসে বসে গান গাইছেন- ‘ভুল সবই ভুল, এ জীবনের পাতায় পাতায় যা লেখা সবই ভুল। সে ভুলের খেসারত তাকে দিতে হবে।
এইচএস/এসএইচএস/আরআইপি