শিল্পীর তুলিতে নৌকার প্রচারে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮

ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রচারণায় নেমেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজের গেটের সামনে এ কর্মসূচি পালন করতে দেখা গেছে।

কর্মসূচিতে সাধারণ লোকজনের ছবি এঁকে এঁকে তাদের খুশি করে নৌকায় ভোট চেয়েছেন তারা। তবে অনেকের পছন্দ ছিল ভিন্ন। কেউ কেউ নৌকাসহ নদীর ছবি, গ্রামীণ পরিবেশের ছবি আঁকাতে চেয়েছেন। নদীর পাশে ঘাটে বাঁধা নৌকার ছবিও এঁকে নিয়ে যান পথচারীরা। আবার কেউ কেউ নিজের প্রতিকৃতি এঁকে নিয়েছেন।

b

ব্যতিক্রমী এ প্রচারণার নাম 'শিল্পীর তুলিতে নৌকার প্রচার'। এ প্রচারে নেমেছেন ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক-শিক্ষার্থী।

বুধবার সন্ধ্যায় আর্ট শিল্পী আতিকুর রহমান দীপুর সমন্বয়ে এ আয়োজন করা হয়। এ প্রচারণা সম্পর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক মোহা. আলপ্তগীন বলেন, নির্বাচন হচ্ছে একটি উৎসব, কিন্তু এ উৎসবকে কেন্দ্র করে সংঘাতের সৃষ্টি হয়, আমরা এ সংঘাতের পথে নই, আমরা শিল্পের মাধ্যমে জনগণের কাছে নির্বাচনের বার্তা পৌঁছে দিতে চাই, তাই এ ব্যতিক্রমী উদ্যোগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী চিত্রশিল্পী রুবেল বলেন, শিল্পীর প্রচারণায় সাধারণ ভোটারদের আলাদাভাবে আকর্ষণ করার জন্যই আমারা এ ধরনের কাজ করছি।

b

প্রধান সমন্বয়ক আতিকুর রহমান দিপু বলেন, প্রাধানমন্ত্রী হলেন সবচেয়ে বড় শিল্পী, তিনি পুরোদেশকে স্বপ্নের মতো সাজাচ্ছেন, তাই আমরা শিল্পীরা তার এই উন্নয়নকে সবার মাঝে পৌঁছে দিতে এই ব্যতিক্রমী আয়োজন করেছি।

প্রচারণায় আরও উপস্থিত ছিলেন ঢাবির সহকারী প্রক্টর নাজির খান খোকন, ঢাবির প্রভাষক রাসেদুল মানিক, কবির আহমেদ চিশতী প্রমুখ।

এইউএ/জেডএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।