চাঁদপুরে ছাত্রদলের দুইটি কমিটি বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৫ এএম, ২৫ এপ্রিল ২০১৯

চাঁদপুরের কচুয়া উপজেলা ও পৌরসভার ঘোষিত দুই কমিটি বাতিল করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত লঙ্ঘন করে চাঁদপুরের কচুয়া উপজেলা ও পৌরসভার কমিটি ঘোষণা করায় ঘোষিত কমিটি বাতিল করা হল।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান গতকাল বুধবার এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

একইসঙ্গে দেশের সব সাংগঠনিক ইউনিট সমূহকে তাদের অধীনস্থ ইউনিট কমিটি গঠন ও পুনঃগঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণের নির্দেশ প্রদান করেন।

কেএইচ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।