শনিবার রামপুরা-হাতিরঝিলে গণসংযোগ করবেন তাবিথ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ১৭ জানুয়ারি ২০২০

নির্বাচনী প্রচারণার নবম দিনে রামপুরা ও হাতিরঝিল এলাকার চারটি ওয়ার্ডে প্রচারণা চালাবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

বিএনপির নির্বাচন পরিচালনায় গঠিত গণসংযোগ উপকমিটির সদস্য ওমর ফারুক শাফিন এ তথ্য জানিয়েছেন।

শাফিন বলেন, শনিবার সকাল ১০টায় ২৩নং ওয়ার্ডের তালতলা মার্কেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তাবিথ। এরপর তালতলা মোড়, মদিনা মোড়, মালিবাগ বাজার, সিটি ডেন্টাল কলেজ গলি, আনসার মাঠ, মাটির মসজিদ, মালিবাগ চৌধুরীপাড়া, রিয়াজবাগ, মৌলভীর টেক, নতুনবাগ লোহার গেট, বউবাজার, দাবানল ক্লাব, পূর্ব হাজীপাড়া, এপেক্স গলি, গ্রীন টাওয়ার, পূর্ব রামপুরা গলির মোড়ে দুপুর ১২টা পর্যন্ত প্রচারণা চালাবেন।

এরপর ২২নং ওয়ার্ডের পূর্ব রামপুরা মেইন কলি থেকে শুরু করে তিতাস রোড, বনশ্রী কেন্দ্রীয় মসজিদ, বাংলাদেশ টেলিভিশন রোড, পলাশবাগ মোড়, মুক্কি মসজিদ, একরামুন্নেছা গলি, পূর্ব উলন, পশ্চিম উলন, মহানগর প্রজেক্ট, বাগিচারটেক, ওয়াবদা রোড, পশ্চিম রামপুরা ওমর আলী লেন, পশ্চিম হাজীপাড়া, ওয়াসা রোডে প্রচারণা চালাবেন তাবিথ।

পরবর্তীতে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৬নং ওয়ার্ডে প্রচারণা চালাবেন তিনি। বেলা ৪টা থেকে৬টা পর্যন্ত মগবাজার বিশাল সেন্টারের পিছনে থেকে শুরু হয়ে রেড ক্রিসেন্ট সোসাইটি, মগবাজার মোড়, ইনসাফ মেডিকেল, দিল্লি রোড, বাংলামোটর এলাকায় প্রচারণা চালিয়ে দিনের কার্যক্রম শেষ করবেন।

উল্লেখ্য, ৩০ জানুয়ারি ঢাকার দুটি সিটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

কেএইচ/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।