মেয়র-কাউন্সিলর প্রার্থীদের খেলার মাঠের দিকে নজর দিতে হবে
সিটি করপোরেশন নির্বাচনে শিশু ও কিশোরদের একটাই দাবি, তা হলো খেলার মাঠ। যে প্রার্থী ছেলেমেয়েদের খেলার মাঠের নিশ্চয়তা দেবে, পার্কের নিশ্চয়তা দেবে, যেখানে তারা খেলতে পারে, ঘুরতে পারে; সেই শিশুরাই তাদের অভিভাবকদের বলবে সেই প্রার্থীদের সমর্থন করতে। যারা এই কদিন ধরে নির্বাচনী ইশতেহার প্রকাশ করছেন নগরে। সেই ইশতেহারই গ্রহণযোগ্য হবে যেখানে ওয়াদা থাকবে নতুন প্রজন্ম ভালোভাবে বেড়ে উঠতে পারে।
সোমবার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এসব কথা বলেন।
মেনন আরও বলেন, মেয়র প্রার্থী, কাউন্সিলর প্রার্থী সবাইকেই খেলার মাঠের বিষয়টার দিকে নজর দিতে হবে। এছাড়া একইসঙ্গে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পরিবেশ। ঢাকা এখন কার্যত অবাসযোগ্য শহরে উঠেছে। বায়ুদূষণ থেকে শুরু করে সবক্ষেত্রেই।
তিনি বলেন, যোগাযোগের ক্ষেত্রে মেট্রোরেল আসছে তা নিয়ে মানুষের কোনো আপত্তি নেই। কিন্তু নোংরা পরিবেশ শহরকে দূষিত করছে সে ব্যাপারটিও আজ সিটি করপোরেশনে যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের মনোযোগ দিতে হবে। আমাদের শিশু-কিশোরদের তাদের শৈশবের আনন্দ ফিরিয়ে দিতে হবে।
স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ হাফিজুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা ঢাকা অঞ্চলের উপপরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস প্রমুখ।
প্রধান অতিথি রাশেদ খান মেনন অনুষ্ঠানে বেলুন ও ফেস্টুন ওড়ানোর মধ্য দিয়ে স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এফএইচএস/বিএ/এমকেএইচ