কুড়িগ্রামের ডিসির অপসারণ দাবি সিপিবির

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ১৫ মার্চ ২০২০

গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে গ্রেফতার করে নির্যাতন করায় কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের অপসারণের দাবি করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রোববার সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিপিবির নেতৃবৃন্দ এ দাবি জানান।

সভায় করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সিপিবির নেতারা। করোনাভাইরাস মোকাবিলায় দেশের সব হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলাসহ সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন তারা। যাতে আক্রান্ত হলে কালক্ষেপণ না করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়।

করোনাভাইরাসকে কেন্দ্র করে মাস্ক ও সেনিটাইজার ব্যবসায়ীরা এসব পণ্য বাজার থেকে তুলে নিয়ে কৃত্তিম সঙ্কট তৈরি করে উচ্চমূল্যে বিক্রি করায় এখনই অসাধু ব্যবসায়ীদের কঠোর হস্তে দমনের আহ্বান জানান সিপিবির নেতৃবৃন্দ।

কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামের ওপর যে অমানবিক নির্যাতন করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে সিপিবি নেতৃবৃন্দ বলেন, সংবাদ প্রকাশের এক বছর পর ডিসির নির্দেশে অবৈধভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে মিথ্যা অভিযোগে বাড়ির দরজা ভেঙে পরিবারের সদস্যদের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া ঔপনিবেশিক যুগের কথা মনে করিয়ে দেয়। বর্তমান প্রশাসনের আমলারা অনেকেই সরকারের প্রশ্রয়ে দুর্বৃত্তের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সরকারি সম্পত্তি ডিসির নামে নামকরণের খবর প্রকাশ করায় ডিসি বাংলোয় নগ্ন করে আরিফের ওপর যে নির্যাতন করা হয়েছে তা মধ্যযুগীয় বর্বরতা ও ফ্যাসিস্ট কর্মকাণ্ড। এই অপরাধে ডিসিকে শুধুমাত্র প্রত্যাহার করাটা কোনো শাস্তি হতে পারে না। তাই ডিসি ও অবৈধ মোবাইল কোর্ট পরিচালনাকারী মেজিস্ট্রেটের দৃষ্টান্তমূলক শাস্তি এবং চাকরি থেকে অপসারণ করতে হবে।

এছাড়াও নিখোঁজ সাংবাদিক কাজলকে খুঁজে বের করে নিরাপদে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সিপিবি নেতারা।

এফএইচএস/এমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।