প্রধানমন্ত্রী ঘোষিত অর্থ শ্রমিকদের ব্যাংকে দেয়ার আহ্বান সিপিবির

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১৬ এএম, ২৮ মার্চ ২০২০

প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে দেয়া ভাষণে পোশাক শ্রমিকদের জন্য ঘোষিত বেতন বাবদ বরাদ্দকৃত পাঁচ হাজার কোটি টাকা কারখানা মালিকদের কাছে হস্তান্তর না করে সরাসরি শ্রমিক-কর্মচারীদের ব্যাংক হিসাবে জমা দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বৃহস্পতিবার (২৬ মার্চ) এক বিবৃতিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এই আহ্বান জানান।

তারা বলেন, প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত অর্থ সরাসরি শ্রমিক-কর্মচারীদের ব্যাংক হিসাবে জমা না দেয়া হলে এ অর্থ প্রকৃত ভুক্তভোগীদের কাছে পৌঁছানোর সম্ভাবনা কম। শ্রমিকদের অর্থ যেন কেউ তসরুফ করতে না পারে সেদিকেও সরকারকে নজরদারি করতে হবে।

আরেক বিবৃতিতে সিপিবি নেতারা করোনার মহাবিপর্যয়ের সঙ্গে সঙ্গে সম্ভাব্য ডেঙ্গু-চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব মোকাবিলার প্রস্তুতি শুরু করতে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এফএইচএস/এমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।