‘বাঁচতে চাই কেবল যুদ্ধটা শেষ করব বলে’ এই পোস্ট ডা. জাফরুল্লাহর নয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২৬ মে ২০২০

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর কোনো ফেসবুক পেজ নেই। তবে কে বা কারা তার নামে ফেসবুক পেজ খুলে অপপ্রচার চালাচ্ছে। এমন অভিযোগে এক মাস আগে একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন তিনি। তবে অপপ্রচার থামছে না।

করোনা পজেটিভ হওয়ার পর থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরী চিকিৎসাধীন।

এমন পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৬ মে) বেলা সাড়ে ৩টার পর ডা. জাফরুল্লাহ চৌধুরী (Dr. Zafrullah Chawdhury) নামের একটি ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘আসসালামু আলাইকুম! দোয়া চাই প্রিয় দেশবাসী! দুনিয়াবি মোহ ছিল না কখনোই; তবুও আর কিছুকাল বাঁচতে চাই কেবল যুদ্ধটা শেষ করব বলে ...। জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতেই হবে। সবাই ভালো থাকুন-সাবধানে থাকুন…। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, আমিন।’

dr-Zafrullah.jpg

পোস্ট করার অল্প সময়ের মধ্যে অনেক শেয়ার, লাইক, কমেন্ট পড়েছে, পড়ছে।

এ বিষয়ে জানতে চাইলে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ জাগো নিউজকে বলেন, ‘এটা উনি পোস্ট করেননি। তার কোনো ফেসবুক পেজ নেই – এই মর্মে তিনি ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন। এক মাসের বেশি হয়ে গেল স্যার জিডি করেছেন। এটা একটা ফেক আইডি। যে বা কারা নিয়মিত পরিচালনা করে এটা। এটা আমরা জানিও না।’

তবে কোন থানায় জিডি করা হয়েছে, তা নিশ্চিত করতে পারেননি মো. ফরহাদন। তিনি আরও বলেন, ‘বর্তমানে তার ডায়ালাইসিস চলছে। ডায়ালাইসিস শেষ হলে বলতে পারব।’

পিডি/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।