নিলুফার মঞ্জুরের মৃত্যুতে মেননের শোক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২৭ মে ২০২০

দেশের সুপরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান সানবিমস-এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী নিলুফার মঞ্জুর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বুধবার (২৭ মে) এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, সানবিমস-এর অধ্যক্ষ হিসেবে তিনি বহু শিক্ষার্থী তৈরি করেছেন। যারা এখন জীবনে প্রতিষ্ঠিত। সমাজের অন্যান্য হীতকার্যে তার অংশগ্রহণ ছিল। একজন সজ্জন ব্যক্তি হিসেবে নিলুফার মঞ্জুর তার পরিচিতিজনদের মাঝে বিশেষ ছাপ রেখে গেছেন।

বিবৃতিতে মেনন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২৬ মে) ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এফএইচএস/এফআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।