করোনায় প্রবৃদ্ধির সঙ্গে গরিব মানুষও বেড়েছে : মেনন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২০

করোনা মহামারিকালে জাতীয় প্রবৃদ্ধির সঙ্গে গরিব মানুষও বেড়েছে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ওয়ার্কার্স পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ এতে সভাপতিত্ব করেন।

রাশেদ খান মেনন বলেন, করোনা মহামারিকালে জাতীয় প্রবৃদ্ধি বাড়লেও কর্মহীন হয়ে পড়েছে বিশাল সংখ্যক গরিব মানুষ। এই সমস্যার সমাধান না করতে পারলে সামাজিক ক্ষেত্রে যে অস্থিরতা তৈরি হবে, তা রাজনীতিতেও প্রভাব বিস্তার করবে। এমনিতেই দেশে বৈষম্য বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। করোনা তাকে আরও বাড়িয়ে তুলেছে। করোনা পরবর্তী অর্থনীতি এগিয়ে নিতে বৈষম্য আর দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে মানুষ স্বাস্থ্য ব্যবস্থার ওপর আস্থা হারিয়ে ফেলেছেন। ‘সমাজের জন্য স্বাস্থ্য’ এই স্লোগানে স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠন জরুরি। করোনা সংক্রমণের যে চক্রবৃত্তে আমরা আছি তার থেকে মুক্তি পেতে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার দায়িত্ব নিজেদের নিতে হবে। ওয়ার্কার্স পার্টি এই লক্ষ্যে কাজ করে যাবে।

সভায় পার্টির পলিটব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক ভার্চুয়ালি যুক্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া কৃষক-খেতমজুর সংগঠন জোরদার করার আহ্বান জানান।

এছাড়া সভায় ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক আবু সাঈদ খান করোনাকালীন ব্রাহ্মণবাড়িয়া জেলা ওয়ার্কার্স পার্টির কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। আলোচনায় অংশ নেন নজরুল ইসলাম, মো. নাসির মিয়া, মনিরুজ্জামান খন্দকার, আমিনুল ইসলাম বকুল, সঞ্জয় পোদ্দার ও আল আমিন প্রমুখ।

এফএইচএস/এমএসএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।