পৌর নির্বাচনে কাল থেকে মনোনয়ন বিতরণ করবে জাতীয় পার্টি

প্রথম ধাপে ২৫টি পৌর র্নিবাচনে অংশগ্রহণে আগ্রহী দলীয় প্রার্থীদের মধ্যে আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হবে।
স্বাস্থ্যবিধি মেনে আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ করতে অনুরোধ জানানো হয়েছে।
এইউএ/এআরএ/পিআর