করোনায় মারা গেলেন বিএনপি নেতা আমজাদ হোসেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৯ এএম, ১৪ জানুয়ারি ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন সরকার মারা গেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল সাতটায় রাজধানীর একটি হাসপাতালে কোভিড-১৯ সংক্রমণে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।

তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

আমজাদ হোসেন সরকার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও সৈয়দপুর জেলা (সাংগঠনিক জেলা) বিএনপির সাধারণ সম্পাদক। তিনি সৈয়দপুর পৌরসভার বর্তমান মেয়র।

কেএইচ/এমআরআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।