বাসায় ফিরেছেন করোনা আক্রান্ত হাসানুল হক ইনু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ২০ জানুয়ারি ২০২১

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম।

তিনি বলেন, ‘গত ১২ জানুয়ারি কোভিড টেস্টে পজিটিভ হয়ে জাসদ সভাপতি চিকিৎসকদের পরামর্শে বাসায় আইসোলেশনে ছিলেন। পরে সতর্কতা ও প্রতিরোধমূলক চিকিৎসা গ্রহণের জন্য ১৫ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে সিনিয়র কনসালট্যান্ট ডা. মহিউদ্দিন আহমেদের অধীনে কোভিড ইউনিটে ভর্তি হন।’

‘মেডিকেল টেস্টের ফলাফল পরপর চারদিন ধারাবাহিকভাবে স্বাভাবিক থাকায় এবং কোভিড সংশ্লিষ্ট কোনো জটিলতা না দেখা দেয়ায় করোনা আক্রান্তের নবম দিনে চিকিৎসকরা তার হাসপাতালে থেকে চিকিৎসার প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত নেন। চিকিৎসকরা তাকে হাসপাতাল থেকে বাসায় পাঠিয়ে কঠোর আইসোলেশনে থেকে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়ার ব্যবস্থাপত্র দিয়েছেন।’

আগামী ২৬ জানুয়ারি হাসানুল হক ইনুর কোভিড পরীক্ষা করা হবে জানিয়ে আব্দুল্লাহিল কাইয়ূম বলেন, ‘চিকিৎসকরা তাকে ১৫ দিন বাসায় বাধ্যতামূলক বিশ্রাম থাকারও পরামর্শ দিয়েছেন।’

আরএমএম/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।