করোনায় কাজের স্বীকৃতি পেলেন ছাত্রলীগ নেতা সজীব
করোনা সংকটে মানবিক সহায়তা কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ সম্মাননা সনদ ও ক্রেস্ট পেয়েছেন শাহরিয়ার সজীব। তিনি ভালুকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
সম্প্রতি মহামারিতে মানবিক কাজের জন্য ময়মনসিংহ জেলা প্রশাসন স্বীকৃতি প্রদানের আয়োজন করে। এতে স্থানীয়ভাবে গৃহীত উদ্যোগের জন্য ব্যক্তি পর্যায়ে ২য় পুরস্কার পান শাহরিয়ার সজীব।
জেলার শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মিজানুর রহমান। এ সময় বিভাগীয় কমিশনার কামরুল হাসানসহ অন্যান্য সরকারি ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে সজীব বলেন, নেত্রীর আহবানে সাড়া দিয়ে ব্যক্তিগত প্রচেষ্টায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই স্বীকৃতি আমাকে অনুপ্রাণিত করবে। স্বীকৃতি আমি বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের মধ্যে উৎসর্গ করছি।
প্রসঙ্গত, করোনা মহামারি মোকাবিলায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নেতা-কর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। সেই আহবানে সাড়া দিয়ে অনেক নেতা-কর্মী মানুষের পাশে দাঁড়ান।
এসইউজে/জেডএইচ/এমকেএইচ