করোনা আক্রান্ত বিএনপি নেতা এ্যানী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৪ পিএম, ০৬ এপ্রিল ২০২১

করোনা আক্রান্ত হয়েছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। মঙ্গলবার (৬ এপ্রিল) দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

অসীম তার ফেসবুকে লিখেছেন, ‘স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু, দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি করোনা পজিটিভ। তার সুস্থতা কামনা করি।’

এ বিষয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জাগো নিউজকে বলেন, ‘দুই/তিনদিন ধরে খুসখুসে কাশি ছিল, পরে করোনা টেস্ট করাই। আজ ফলাফল পজিটিভ এসেছে। বাসায় আইসোলেশনে আছি। সবার কাছে দোয়া চাই।

কেএইচ/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।