করোনা আক্রান্ত অপু উকিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ১০ এপ্রিল ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল। শনিবার (১০ এপ্রিল) করোনা রিপোর্ট পজিটিভ আসার খবর গণমাধ্যমকে তিনি নিজেই জানান।

অধ্যাপিকা অপু উকিল বলেন, ‘কয়েক দিন ধরেই শারীরিকভাবে অসুস্থ অনুভব করছিলাম। আজ রিপোর্টে করোনাভাইরাস পজিটিভ এসেছে। আপনারা সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের জন্য দোয়া-আশীর্বাদ করবেন।’

এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন অপু উকিলের স্বামী আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।

এসইউজে/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।