বিকেলে খালেদার স্বাস্থ্য পরীক্ষা করবেন চিকিৎসকরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪০ পিএম, ১২ এপ্রিল ২০২১

বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করবেন চিকিৎসকরা। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ (সোমবার) বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫ টার মধ্যে বেগম খালেদা জিয়াকে গুলশানে চেয়ারপারসনের বাসভবনে দেখতে আসবেন চিকিৎসক প্রতিনিধি দল।

শর্তসাপেক্ষে মুক্তি পেয়ে খালেদা জিয়া ‘ফিরোজা’-তে ওঠার পর প্রতিদিনই চিকিৎসকদের এই প্রতিনিধি দল খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন। ভবিষ্যতেও এই পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।

এদিকে, খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বাসা ‘মিনি হাসপাতালে’ রূপান্তর করা হয়েছে বলে তার ব্যক্তিগত চিকিৎসক মামুন জানিয়েছেন।

এছাড়া, একটি বেসরকারি হসপিটালে আইসিইউ কেবিনও বুকিং রাখা হয়েছে বলেও জানান ডা. মামুন।

কেএইচ/এসএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।