করোনা আক্রান্ত খালেদার বাসায় চিকিৎসক
করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ প্রবেশ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. আব্দুস শাকুর খান।
আজ শনিবার (১৭) রাত সোয়া ৯টার দিকে তিনি খালেদা জিয়ার ভাড়া বাসায় ‘ফিরোজায়’ প্রবেশ করেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
তিনি বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত তিন সদস্যের টিমের অন্যতম সদস্য ডা. শাকুর।
জানা গেছে, খালেদা জিয়ার করোনা রিপোর্ট পজিটিভ আসার নবম দিন আজ। কোভিড-১৯ এর পরিভাষায় দ্বিতীয় সপ্তাহে অত্যন্ত সতর্ক থাকতে হয়। সে অনুযায়ী খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা ও খোঁজ-খবর নিতে সার্বক্ষণিক তৎপর থাকছেন চিকিৎসক টিমের সদস্যরা।
কেএইচ/এএএইচ/এমকেএইচ