রিজভীর স্ত্রীও হাসপাতালে ভর্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩০ পিএম, ২৯ এপ্রিল ২০২১

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে গতকাল তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার মাহবুব মনসুরের অধীনে তার চিকিৎসা চলছে।

আজ (বৃহস্পতিবার) তার এনজিওগ্রাম করার কথা রয়েছে।

এর আগে তার স্বামী রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে পড়লে তিনি দিনরাত সেবা দিয়ে যাচ্ছিলেন। তবে গতকাল তিনি তার স্বামীর সঙ্গে হাসপাতালে থাকাকালে বুকে ব্যথা অনুভব করেন। সাথে সাথে তাকে স্কয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সহকারি আরিফুর রহমান তুষার এসব তথ্য জানিয়েছেন।

গত ১৮ মার্চ রুহুল কবির রিজভী করোনা আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

কেএইচ/এমএইচআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।