দ্বিতীয়বারের মতো করোনামুক্ত হলেন বাহাউদ্দিন নাছিম
দ্বিতীয়বারের মতো করোনামুক্ত হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
আজ শনিবার (২৬ জুন) বিকেলে তার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে।
গত ১৬ জুন তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এটি ছিল তার দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ। তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছিলেন।
এর আগে বাহাউদ্দিন নাছিম করোনা টিকার দুটি ডোজ নিয়েছিলেন।
করোনামুক্ত হওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞ। সবার দোয়ায় আমি করোনামুক্ত হয়েছি। দ্রুত সুস্থ হয়ে যাতে দেশ ও জনগণের জন্য কাজ করতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই।’
এনএইচ/এমএইচআর/জিকেএস