ভালো আছেন করোনা আক্রান্ত ফখরুল দম্পতি
করোনা আক্রান্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার স্ত্রী রাহাত আরা চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছেন। তারা দুজনেই ভালো আছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
বুধবার সন্ধ্যায় তিনি জাগো নিউজকে এ তথ্য জানান।
শায়রুল বলেন, করোনা আক্রান্ত হওয়ার পর থেকে বিএনপি মহাসচিব এবং তার স্ত্রী ঢাকার উত্তরার বাসায় অবস্থান করছেন। নতুন করে তাদের কোনো উপসর্গ দেখা দেয়নি। ডাক্তারের পরামর্শ, তারা প্রয়োজনের বাইরে কথাও বলছেন না।
এর আগে গত সোমবার (১০ জানুয়ারি) তাদের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।
কেএইচ/এমএইচআর/জিকেএস