জামিনে মুক্তি পেলেন আলাল

বিশেষ ক্ষমতা আইনে দায়ের কারা মামলায় জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির সহযোগী সংগঠন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ থেকে তিনি মুক্তি পান।
কাশিমপুর কারাগারের জেলার মো. আমজাদ হোসেন ডন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আলালের জামিনের কাগজ-পত্র কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
উল্লেখ, গত ২৫ অক্টোবর সকালে লালমাটিয়ায় নিজ বাসায় বৈঠক করার সময় ৬৩ নেতাকর্মীসহ যুবদল সভাপতি আলালকে গ্রেপ্তার করে পুলিশ।