মোবাইল কোর্টের নির্বাচন পূর্ব পরিকল্পিত : রফিকুল ইসলাম


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ২১ নভেম্বর ২০১৪

মোবাইল কোর্ট বসিয়ে ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পরিকল্পনা অনেক আগে থেকেই শেখ হাসিনার ছিলো বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত তারেক রহমানের ৫০তম জন্মদিনের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এইচ টি ইমামেম সাম্প্রতিক বক্তব্যকে উল্লেখ করে তিনি বলেন, ছাত্রলীগকে দিয়ে মোবাইল কোর্ট বসিয়ে তারা নির্বাচন করেছে। বিএনপি এই নির্বাচনে আসলেও তারা একই পন্থায় ক্ষমতা দখল করতো।

২৯ ডিসেম্বরের খালেদা জিয়ার কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, সেদিন যে ঢেউ উঠেছিলো তা যদি ধরে রাখা সম্ভব হতো তাহলে আজ তারেক রহমানকে নিয়েই জন্মদিন পালন করা যেত।

তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে এখন নানান ধরণের ষড়যন্ত্র চলছে। ১/১১ এর সময়ে তারেক রহমানকে হত্যার উদ্দেশ্যে গ্রেফতার করা হয়েছিলো। এখনো একই উদ্দেশ্যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। জাতীয়তাবাদী শক্তির ভবিষ্যতকে ধ্বংস করার উদ্দেশ্যেই এই ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, তারেক রহমানের কত টাকা দেশ-বিদেশের কোন ব্যাংকে রয়েছে তা এই সরকারকে প্রকাশ করতে হবে। যদি না পারে তাহলে এর জবাব একদিন দিতে হবে।

সজীব ওয়াজেদ জয় সম্পর্কে ব্যারিস্টার রফিক বলেন, জয়কে নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে দেশের মানুষ জানে জয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এর পরে আবারো ঘোষণা দিয়ে তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ কেন দেয়া হলো বুঝতে পারলাম না।

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন-বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট আহমদ আযম খান, বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।