কুসিক নির্বাচনের ফলাফল সরকারের ইচ্ছায় নির্ধারিত হয়েছে: রব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ১৭ জুন ২০২২
ফাইল ছবি

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘ড্রেস রিহার্সাল’। প্রাপ্ত ভোটের সংখ্যায় নয়, নির্বাচনের ফলাফল নির্ধারিত হয়েছে সরকারের ইচ্ছায়। নির্বাহী বিভাগের কাছে নির্বাচন কমিশন (ইসি) যে অসহায় তা এ নির্বাচনের মাধ্যমে আরেকবার প্রমাণিত হলো।

শুক্রবার (১৭ জুন) এক বিবৃতিতে আব্দুর রব বলেন, নির্বাচন করবে ইসি, ফলাফল ঘোষণা করবে সরকার। এ কৌশলেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের গভীর সরকারি পাঁয়তারা চলছে।

রব বলেন, সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং রাতের আঁধারে ভোট সম্পন্ন করার পর ইভিএমের আশ্রয়ে ফলাফল ঘোষণার যে বিরল মডেল গ্রহণ করেছে, তা এবারের ‍কুসিক নির্বাচনে দেশবাসীর সামনে উন্মোচিত হয়েছে ।

তিনি আরও বলেন, নির্বাচনের নামে নাটক করে ক্ষমতা ধরে রাখার পরিণতি সরকারের জন্য ভয়াবহ হবে। শান্তিপূর্ণ রাজনীতিকে সংঘাতময় এবং ভয়ংকর রক্তপাতের দিকে ঠেলে দেওয়ার দায় আওয়ামী লীগকেই নিতে হবে।

রব বলেন, নিজেদের নীল নকশার আওতায় সরকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের যে চক্রান্ত করছে, তা প্রতিহত করাই হবে সব বিরোধী দলের রাজনৈতিক কর্তব্য।

কেএইচ/এসএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।