স্বেচ্ছাসেবক লীগের ঢাকার মহানগরের সব কমিটি বিলুপ্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২৮ জুন ২০২২

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সব থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) সংগঠনটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সব ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকার দুই মহানগরের সব কমিটি দ্রুত দেওয়া হবে।’

এসইউজে/এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।