স্বৈরতন্ত্রকে চিরতরে বিদায়ের কোন বিকল্প নেই


প্রকাশিত: ০২:৪০ পিএম, ২৭ নভেম্বর ২০১৪

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সামরিক স্বৈরতন্ত্র সৃষ্ট জঙ্গিবাদ-মৌলবাদ-সন্ত্রাসবাদের জঞ্জাল গণতন্ত্রকে ব্যবহার করেছে এবং যখনই সুযোগ পেয়েছে গণতন্ত্রের পিঠে ছোবল মেরেছে। তাই এ জঞ্জালকে চিরতরে বিদায় জানানোর কোন বিকল্প নেই।

নব্বই এর গণআন্দোলনে শহীদ ডাঃ শামসুল আলম মিলনের ২৪তম শাহাদাত বাষিকী উপলর্ক্ষে বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

ইনু বলেন, ১৯৯০ সালে এরশাদ বিরোধী আন্দোলনে স্বৈরশাসকের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের গুলিতে নিহত ডাঃ মিলনের রক্তে স্বৈরাচারের পতন হয়েছিল। ডাঃ মিলনের স্বপ্ন ছিল স্বাস্থ্যসেবাকে সকলের কাছে সহজে পৌঁছানো। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সরকার তার স্বপ্ন পূরণে কাজ করছেন।

তিনি বলেন, জনগণ ও গণতন্ত্রের শত্রু স্বৈরশাসন ও সামরিকতন্ত্রকে রাজনীতি থেকে বিদায় জানাতে মহাজোট সরকার সংবিধানে পঞ্চম ও সপ্তম সংশোধনীর মাধ্যমে একে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করেছে। জাতীয় পার্টি এ সংশোধনীর পক্ষে ভোট দিয়ে গণতন্ত্রের পথে হাঁটছে।

এরপর মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ডা. মিলনের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।