খালেদা-নিশা বৈঠক সন্ধ্যায়


প্রকাশিত: ০৭:১০ এএম, ২৮ নভেম্বর ২০১৪
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খান।

প্রসঙ্গত, নিশা দেশাই বিসওয়াল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় এসেছেন। গত ২৩ নভেম্বর রোববার থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ভারত, নেপাল, বাংলাদেশ, উজবেকিস্তান ও সুইজারল্যান্ড সফরসূচি রয়েছে তার। তারই অংশ হিসেবে নিশার এই ঢাকা সফর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।