সোহরাওয়ার্দিতে কাউন্সিলের অনুমতি পেয়েছে বিএনপি!


প্রকাশিত: ০৬:৩৫ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬

দলের ষষ্ঠ কাউন্সিল করতে ১৯ মার্চ (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে গণপূর্ত বিভাগ থেকে বিএনপিকে মৌখিক অনুমতি দেয়া হয়েছে। বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার বেলা সোয়া ১১টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, কাউন্সিলের জন্য তিনটি ভ্যানু চেয়ে লিখিতভাবে বিএনপির পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। সর্বশেষ সৌহরাওয়ার্দি উদ্যানে কাউন্সিল করার জন্য গণপূর্ত বিভাগ বিএনপিকে অনুমতি দিয়েছে।

তবে ডিএমপি যদি অনুমতি দেয় তাহলে গণপূর্ত বিভাগ কাউন্সিল করতে বিএনপিকে বাধা দিবে না বলে জানানো হয়েছে বলে জানান রিজভী।

পরবর্তীতে ডিএমপিতে অনুমতির জন্য চিঠি দেয়া হলেও এখনো জবাব দেয়া হয়নি বলেও জানান রিজভী।

ইতোমধ্যে কাউন্সিল সফল করার জন্য বিএনপি প্রস্তুতি শুরু করেছে জানিয়ে তিনি বলেন, কাউন্সিল যথা সময়ে সম্পন্ন করতে জেলায় জেলায় দলের শীর্ষ নেতারা সফর করবেন।

এছাড়া প্রতিটি জেলা থেকে দু`জন মহিলা কান্সিলরের নাম কেন্দ্রে পাঠাতে প্রতিটি জেলার নেতাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে বলেওে জানান রিজভী।

এমএম/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।