ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সা. সম্পাদককে শোকজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৬ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২২

 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তাকে এ শোকজের জবাব দিতে বলা হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে হুমায়ুন কবিরকে এ নোটিশ দেওয়া হয়। আওয়ামী লীগের দপ্তর সূত্রে বিষয়টি জানা গেছে।

সূত্রে জানা যায়, দলীয় নির্দেশনা উপেক্ষা করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্ভুক্ত চকবাজার থানা শাখায় সম্মেলন করা, যেটাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি হয় এবং লালবাগ থানা আওয়ামী লীগের সম্মেলনে অসাংগঠনিক শব্দ ব্যবহার করায় হুমায়ুন কবিরকে এ শোকজ করা হয়েছে।

এইচএ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।