চাঁদাবাজির অভিযোগে স্কুলশিক্ষিকা গ্রেফতার


প্রকাশিত: ০৮:৩৭ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

মেহেরপুরের গাংনীতে মোবাইল ফোনে চাঁদাবাজির অভিযোগে নওরিন ফেরদৌস (২২) নামে এক স্কুলশিক্ষিকাকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। মঙ্গলবার সকালে গাংনী থানা পুলিশের একটি দল তাকে তেরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে গ্রেফতার করে।

নওরিন ফেরদৌস গাংনী চৌগাছা গ্রামের বিশ্বাসপাড়া এলাকার আতাহার আলীর মেয়ে ও তেরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষিকা।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, চৌগাছা গ্রামের আমির হোসেন জেয়ার্দারের ছেলে শহরের কাথুলি মোড় এলাকার ইয়াসিন মেডিসিন কর্নারের মালিক আফতাব হোসেনের কাছ থেকে মোবাইল ফোনে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। ইতোমধ্যে শিক্ষিকা নওরিন ফেরদৌসের ব্যবহৃত মোবাইল ফোনের বিকাশ নং মাধ্যমে কয়েক দফায় টাকা ও ২ ভরি স্বর্ণালংকার নিয়েছে। বাকি টাকা না দিলে আফতাব আলীর শিশুপুত্রকে অপহরণ করে হত্যার হুমকি দিয়ে আসছিল। আফতাব আলী বিষয়টি পুলিশকে জানালে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে আসামি নওরিনকে শনাক্ত করে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, মোবাইল ফোনে চাঁদাবাজির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তার সঙ্গে জড়িত এ চাঁদাবাজ গ্রুপের সদস্যদের নামের তালিকাও তিনি দিয়েছে। চাঁদাবাজির সঙ্গে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

আতিকুর রহমান টিটু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।