গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে যুবক গুলিবিদ্ধ


প্রকাশিত: ০৮:০৬ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

গোপালগঞ্জে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে যুবক কাজী রনি গুলিবিদ্ধ হয়েছেন। এসময় অন্তত আরো পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় দুই মহিলাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত সপ্তাহে শহরের মিয়াপাড়ায় এক মারামারির ঘটনায় সালিসি বৈঠকে জরিমানা করা হয়। ওই জরিমানার টাকা আদায় নিয়ে রনি গ্রুপ ও মনি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। আর এরই জের ধরে মঙ্গলবার রাতে মিয়ারাপড়ায় দুই গ্রুপের লোকজন অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় কাজী রনি গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়। পরে তাদের আহতাবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্ভি করা হয়। এ ঘটনায় দুই মহিলাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এস এম হুমায়ূন কবীর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।