নাঈম প্রসূনের অসমাপ্ত স্ক্রিপ্ট


প্রকাশিত: ০৮:৩২ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

অর্থনীতির ছাত্র হলেও আকাশের মাথায় সবসময় চলচ্চিত্র পরিচালক হওয়ার অদ্ভুত এক পোকা ঘুরপাক খায়। সে একটি স্ক্রিপ নিয়ে বহুদিন ধরে কাজ করে কিন্তু শেষ করতে পারে না। এদিকে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী নীলাকে ভালোবাসে আকাশ। কিন্তু মাঝেমধ্যে সেই ভালোবাসা নীলার কাছে মূল্যহীন মনে হয়। কারণ আকাশ তার চলচ্চিত্র নির্মাণ ভাবনার জগতে এত বেশি মগ্ন যে বাইরের পৃথিবী তাকে খুব একটা টানে না।

ধীরে ধীরে নীলার সাথে আকাশের সম্পর্কে ভাটা পড়ে। একসময় আকাশকে ভুল বোঝে নীলা। এরপর একদিন পার্কের ভেতর শাকিল নামের এক ভদ্রলোকের সাথে পরিচয় হয় নীলার। মূহুর্তে গল্পের মোড় অন্যদিকে ঘুরে যায়। এমন গল্প নিয়ে এগিয়ে যায় টেলিফিল্ম ‘অসমাপ্ত স্ক্রিপ্ট’।

naim-prosun

আইভানহো মুকিতের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন ময়ূখ বারী। এখানে আকাশ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা এফএস নাঈম এবং নীলা চরিত্রে অভিনয় করেছেন লাক্সতারকা প্রসূন আজাদ।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা ময়ূখ বারী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে  অধ্যায়নকালে একজন ছাত্রের মাথায় অনেক সময় চলচ্চিত্র নির্মাণের পোকা ঢোকে। কিন্তু সেসময় ছেলেটি নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়। টেলিফিল্মটিতে সেই বিষয়টি উপজীব্য করা হয়েছে। আশা করি এটি সবার কাছে ভালো লাগবে।`

নির্মাতা সূত্রে জানা যায়, আগামীকাল (১১ ফেব্রয়ারি) সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।

এনই/এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।