নওগাঁয় শহীদ মিনারের মর্যাদা রক্ষায় পদযাত্রা
শহীদ মিনারের যথাযথ মর্যদা রক্ষায় গণচেতনা গড়তে নওগাঁয় পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় নওগাঁ সরকারি কলেজ শহীদ মিনার থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শহীদ মিনারের মর্যদা রক্ষা কমিটির ব্যানারে পদযাত্রাটি অনুষ্ঠিত হয়। পদযাত্রাটির উদ্বোধন করেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম জিল্লুর রহমান।
এ সময় পদযাত্রায় উপস্থিত ছিলেন- উপাধ্যক্ষ প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জাকির হোসেন, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মোরাদ, বাসদ নেতা জয়নাল আবেদিন মকুল, কমিটির আহ্বায়ক মিতালী প্রামানিক, সদস্য সচিব মিজানুর রহমান, সদস্য আলমগীর হোসেন, শাহীনুর রহমান, মিজানুর রহমান, নাসরিন আরা, মিন্টু রহমান, মাসুদ রানা, মিমসহ কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
আব্বাস আলী/এফএ/এসএস/এমএস